lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-09T15:24:32Z
তথ্য প্রযুক্তি

গাইবান্ধায় দু’দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন

Advertisement


 

আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::

‘তথ্যই শক্তি জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই শ্লোগান কে সামনে রেখে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে ৯ ডিসেম্বর সোমবার থেকে দু’দিনব্যাপী এ তথ্য মেলা শুরু করা হয়েছে। মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে এই মেলার আয়োজন করে। 


বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম। 


পরে স্বাধীনতা প্রাঙ্গণে সচেতন নাগরিক কমিটির সভাপতি আফরোজা বেগম লুপুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময়, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, সনাক সাবেক সভাপতি অধ্যাপক মাজহারউল মান্নান, অধ্যাপক জহুরুল কাইয়ুমসহ অন্যান্যরা। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। মেলায় ৪১টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে।