lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-11T15:48:08Z
আইন ও অপরাধ

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ'লীগের ৩ নেতা গ্রেফতার

Advertisement


 


খাঁন আহম্মেদ হৃদয় পাশা,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৌর এলাকায় নিজ নিজ বাসা থেকেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার দুপুরে তাঁদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম আদনান ও ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো.খলিলুর রহমান। একই মামলায় এর আগে দুই শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।


সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাকির হোসেন বলেন, ছাত্রদের মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।