lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-23T02:08:00Z
ব্রেকিং নিউজ

গাজীপুরে কারখানায় আগুন, দগ্ধ হয়ে ১ জনের মৃত্যু, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

Advertisement


 

এম এইচ শাহীন, গাজীপুর: গাজীপুরে বোতাম তৈরির কারখানার কেমিক্যাল গুদামে কর্মরত একজন শ্রমিক আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এমঅ্যান্ডইউ ট্রিমস নামক কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম- পরিচয় জানা যায়নি। এদিকে গুদামের আগুন বিকেল ৪টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট কাজ করছে। কারখানার সিট কাটিং সেকশনের শ্রমিক সম্রাট বলেন, তখন তিনি ম্যানেজারের কক্ষে ছিলেন। এ সময় হঠাৎ পাশের কেমিক্যাল গুদামে বিকট শব্দ হয়। এরপর দৌড়ে গিয়ে দেখেন কয়েকজন শ্রমিক এদিক সেদিক ছোটাছুটি করছে। এ সময় কয়েকজন আগুনে দগ্ধ হয়।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ- সহকারী পরিচালক মো. আল- মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের জয়দেবপুর থেকে তিনটি, রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের দুটি এবং শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এখন পর্যন্ত একজনের ক্ষতবিক্ষত মরদেহ পেয়েছি। আর কেউ মারা গেছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে।