lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-16T08:48:06Z
বিজয় দিবস

নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত হলো পোরশায়

Advertisement


 



ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ)প্রতিনিধি: 

নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন  করা হয়েছে। উপজেলা চত্বরে ১০-১২ডিসেম্বর চিত্রাংকনের মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা করা হলেও আজ সোমবার দিবসটিতে সূর্যোদয়ের সাথে সাথে  ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয়। এরপর শহীদ মুক্তিযোদ্ধাদের  প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও মো. আরিফ আদনান বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে কেন্দ্রিয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। সকাল ১০ টায় নিতপুর মডেল স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করেন এবং দিবসটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় এবং এবং স্বল্পপরিসরে পুলিশ ফায়ার ব্রিগেড ও আনসার বাহিনীর সমন্বয়ে ১ খোঁজখাওয়াজ প্রদর্শন করা হয়।হাসপাতাল, সরকারি, বেসরকারি এতিখনায় উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা, শিশুদের অংশ গ্রহণে ক্রীড়া অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে  বিজয় মেলার আয়োজন করা হয় ।উপজেলা নির্বাহী কর্মকর্তাএই মেলার প স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান মৌসুমী খাবার হস্তশিল্প কারুকার্য সহ দেশীয় উপকরণ প্রদর্শন করেন। সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা, এলজিইডি প্রৌকশলী সুলতানুল আহম্মেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটো, থানা অফিসার  ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম সরদার, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম সহ বিভিন্ন কর্মকর্তা গণ এসময় উপস্থিত ছিলেন।