শুক্রবার 28 মার্চ 2025

lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-23T02:06:29Z
আইন ও আদালত

হত্যা মামলায় গাজীপুরে সাদপন্থী মুআজ ৩ দিনের রিমান্ডে

Advertisement
 

এম এইচ শাহীন, গাজীপুর: গাজীপুরে ইজতেমা ময়দানে সাদ ও জুবায়ের পন্থীদের দুই গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনায় হত্যা মামলায় গ্রেফতার তাবলীগের মাওলানা সাদ কান্দলভী অনুসারী মুফতি মুআজ বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল- মামুন এ আদেশ দেন। এর আগে দুপুরে কড়া পুলিশি নিরাপত্তায় নূরকে আদালতে তোলা হয়। আদালত সূত্রে জানা গেছে, ইজতেমা ময়দানে হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ আদালতে নূরকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের শুনানির জন্য গাজীপুর জেলা কারাগার থেকে তাঁকে আদালতে আনা হয়। রিমান্ড আবেদন শুনানিকালে মাওলানা জুবায়ের অনুসারীরা মুফতি নূরের বিচারের দাবিতে আদালতের সামনের সড়কে বিক্ষোভ করেন। টঙ্গীর ইজতেমা ময়দানে প্রবেশ নিয়ে তাবলীগ জামাতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় জোবায়ের অনুসারীদের পক্ষে মামলা হয়েছে টঙ্গী পশ্চিম থানায়। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকশো জনকে আসামি করা হয়েছে। গত ১৯ ডিসেম্বর জোবায়ের অনুসারীর সাথী এস এম আলম হোসেন বাদী হয়ে এ মামলা করেন। ওই মামলার চার্জশিটভুক্ত আসামি ইজতেমার সাদ অনুসারী, জিম্মাদার মোয়াজ বিন নূরকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ ডিসেম্বর তাকে গাজীপুর  মহানগর আদালতে তোলা হয় । বিচারক ওইদিন রোববার রিমান্ড শুনানি ধার্য করে তাঁকে কারাগারে পাঠান। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিনজনের মৃত্যু ছাড়াও শতাধিক আহতের ঘটনা ঘটে।