Advertisement
নিজস্ব প্রতিবেদক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শহরের চৌমুহনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট মৌলভীবাজার শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল-সমাবেশে হামলা হয়। এ হামলার ঘটনায় সদর মডেল থানায় দায়েরকৃত মামলার আসামি হিসেবে শনিবার শহরের চৌমুহনা এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে।