Advertisement
আলমগীর হুসাইন অর্থ:
৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শ্যুটিং প্রতিযোগিতার আয়োজন করে পাবনা রাইফেল ক্লাব। ১৬ই ডিসেম্বর (সোমবার) দুপুরে পাবনা জেলা রাইফেল ক্লাবে এ শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শ্যুটিং প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিরা খেলায় অংশগ্রহণ করেন।
অফিসার্স ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন পাবনা জেলা প্রশাসক মোহম্মদ মফিজুল ইসলাম, পাবনা জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খান , জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) পাবনার উপ-পরিচালক তৌফিক ইকবাল ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) পাবনার সহকারী পরিচালক আনিস-উর-রহমান সহ জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা বৃন্দ।
শ্যুটিং প্রতিযোগিতায় অফিসার্স ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) পাবনা কার্যালয়ের উপ-পরিচালক তৌফিক ইকবাল ও তৃতীয় স্থান অধিকার করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) পাবনার সহকারী পরিচালক আনিস-উর- রহমান।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ কালে আয়োজকেরা বলেন, পাবনা রাইফেল ক্লাব জাতীয় ও আন্তর্জাতিক মানের শ্যুটার তৈরীতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। ইনশাল্লাহ পাবনা রাইফেল ক্লাবের সদস্যরা শ্যুটিংয়ে তাদের সফলতার মাধ্যমে দেশব্যাপী পাবনার সুনাম বয়ে আনবে।