Advertisement
চারঘাট প্রতিনিধি:
কন্যাগুলোকে সুশিক্ষিত করিয়া কার্যক্ষেত্রে ছাড়িয়া দাও, নিজের অন্ন-বস্ত্র উর্পাজন করুক এই প্রতিবাদ্য বিষয়ে সামনে রেখে সোমবার (৯ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সারওয়ারদ্দিন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন । এসময় অন্যাদেও মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ মোল্লাহ, নাটোর পল্লী বিদ্যুৃৎ সমিতি-২ ডিজিএম রঞ্জন কুমার সরকার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু ,বাংলাদেশ সাংবাদিক সংস্থা চারঘাট উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমান আশাসহ সরকারী দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।সবশেষে জয়িতা অন্বেষণে বাংরাদেশ শীর্ষক র্কাযক্রমের আওতায় উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ৫ জন জয়িতাকে সনদপত্র ও সংবর্ধনা প্রদান করেন ইউএনও সানজিদা সুলতানা।