lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-03T14:29:58Z
জাতীয়

শ্রীমঙ্গলে সরকারি ভূমি উদ্ধার করতে গিয়ে দেশীয় অস্ত্রের আঘাতে আহত ভূমি অফিসের দুই কর্মকর্তা

Advertisement


 

ইসমাইল মাহমুদ:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি ভূমি উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলার ৩ নস্বর শ্রীমঙ্গল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা শরদিন্দু দত্ত ও উপজেলা ভূমি অফিসের সায়রাত সহকারী শেখ সুলতান আহমদ (ইব্রাহিম)। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শহরের জালালিয়া রোড দক্ষিণ (ছড়া সংলগ্ন) এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, শ্রীমঙ্গল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডস্থ জালালিয়া রোড দক্ষিণ (ছড়া সংলগ্ন) সরকারি খাস খতিয়ানের কিছু ভূমি জনৈক মিজান মিয়া দখল করে ভোগ করে আসছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের নির্দেশে মঙ্গলবার দুপুরে ৩ নস্বর শ্রীমঙ্গল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা শরদিন্দু দত্ত ও উপজেলা ভূমি অফিসের সায়রাত সহকারী শেখ সুলতান আহমদ (ইব্রাহিম)সহ অন্যরা ওই সরকারি জায়গা উদ্ধার করতে গেলে মিজান মিয়ার নির্দেশে তার ছেলে চৌধুরী মিয়া, রাসেল মিয়া এবং রশিদ মিয়া দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালান। পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ও শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন খান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, আহত শেখ সুলতান আহমদ (ইব্রাহিম) নাক ও মাথায় এবং শরদিন্দু দত্ত শরীরের বিভিন্ন জায়গায় স্থানে পেয়েছেন।

ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস বলেন, ‘সরকারি কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।’

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি আহতদের দেখতে হাসপাতালে গিয়েছি। এ বিষয়ে ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাঁরা বলেছেন আইনানুগ ব্যবস্থা নিতে। ঘটনার বিষয়ে দ্রæততম সময়ে মধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’