lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-03T14:51:08Z
মৃত্যুসড়ক দুর্ঘটনা

ঠাকুরগাঁওয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রীর !

Advertisement


 


মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফারহানা সরকার নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও রোড ওয়াবদা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারহানা সরকার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কালিতলা গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে। সে ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। পরীক্ষা শেষে সে বাড়ি ফিরছিল। আহতরা হলেন- সদর উপজেলার শিবগঞ্জ এলাকার জসিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), আকচা ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে মুক্তা (৫০), জামালপুর ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রিদম (১৫) ও পীরগঞ্জ উপজেলার মো. আতিয়ারের রহমানের ছেলে সাজু ইসলাম (২৪)। স্থানীয়রা জানান, শিবগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ঠাকুরগাঁও থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে স্কুলছাত্রী মারা যায়। চলন্ত ট্রাকটি একটি চা দোকানে ঢুকে যায়। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন, আহতদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনা এক স্কুল শিক্ষার্থী মারা গেছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।