lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-16T06:38:25Z
স্মারকলিপি

সখীপুরে কুটুম পাগলের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

Advertisement


 

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে পাগল কুরবান আলী চিশতি ওরফে কুটুম পাগলার মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সুফীবাদ পাগলের ভক্তগণ।

আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন কুটুম পাগলার ভক্তরা।


স্থানীয় বাসিন্দা ও কুটুম পাগলার ভক্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ২২ বছর আগে উপজেলার কাকড়াজান ইউনিয়নের আদানী ভূয়াইদ গ্রামে পাগল কুরবান আলী চিশতি নামের এক ব্যক্তি মারা যান। স্থানীয়ভাবে তিনি কুটুম পাগলা নামে পরিচিত ছিলেন। তাঁর মাজারকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষ প্রতি বছর ডিসেম্বরের ১২ তারিখে (মাঝামাঝি সময়ে) বাৎসরিক মাহফিল ও শিরনি বিতরণ করেন। 

গত কয়েক বছর ধরে ওই মাজার এলাকায় তিন দিনব্যাপী বাৎসরিক মেলার আয়োজন করা হয়। মেলায় লালনগীতি ও বাউলগানের আসর বসে। এসব আয়োজনে প্রতিরাতে ব্যাপক মানুষের আনাগোনা দেখা যায়। তবে এ সময় কিছু পাগল ভক্ত মদ-গাঁজার আসর বসায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।


এদিকে এ বছর ডিসেম্বরের শুরু থেকেই মেলা বন্ধের দাবিতে স্থানীয় সচেতন নাগরিক সমাজের ব্যানারে রোড মার্চ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করে আসছেন স্থানীয় আলেম সমাজ। তাঁদের অভিযোগ-মেলার নামে ওই কুটুম পাগলার মাজার এলাকায় মদ, জুয়া ও গাঁজার আসরসহ নানা রকম অপকর্ম চলে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন এবার মেলার অনুমোদন দেয়নি।


কিন্তু আজ রোববার দুপুরে কুটুম পাগলার ভক্ত-আশেকানেরা মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেন। মানববন্ধনে স্বল্প পরিসরে হলেও মেলাটি চালু রাখার দাবি জানান তাঁরা। ভক্তদের দাবি-মৌলবাদী গোষ্ঠীর হুমকির পরিপ্রেক্ষিতে মেলাটি বন্ধ করা হয়েছে। মেলায় কোনো রকম অপকর্ম চলে না। এখানে দীর্ঘদিনের গ্রামীণ ঐতিহ্যের লালনগীতি ও বাউল গান পরিবেশন করা হয়।


এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী বলেন, ‘যেকোনো ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম করতে হলে প্রশাসনের অনুমতির প্রয়োজন হয়। কিন্তু নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ বছর কুটুম পাগলার মেলার অনুমোদন দেওয়া হয়নি। ভক্তরা স্মারকলিপি দিয়েছেন, তাঁদের দাবিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে'।