lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-16T13:25:05Z
বিজয় দিবস

পলাশে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধা দের সংবধর্না

Advertisement


    

মোঃ জাহিদ মিয়া, পলাশ (নরসিংদী):

  সোমবার (১৬ই ডিসেম্বর ২০২৪) মহান বিজয় দিবস ৩০ লক্ষ শহীদ ও অগণিত মা-বোনের সম্ভ্রম হানি ও ৯ মাসের   রক্তক্ষয়ী যুদ্ধে  বিনিময় ১৯৭১ সনেরএই দিনে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জায়গা করে নেন সেই থেকে বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল পেশার মানুষ এই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে আসছে সেই পরিপ্রেক্ষিতে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার প্রায় ৫ শতাধিক বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা,এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা দেওয়া হয়েছে, আজ সকাল ১১ টায় পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে এই সংবর্ধনা দেয়া হয়েছে, পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেন, এর সভাপতিিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তার, উপজেলা প্রকল্প কর্মকর্তা কাউসার আলম সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিলরুবা ইয়াসমিন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, কামাল আহমেদ ও পবিত্র দত্ত প্রমুখ।