lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-10T13:23:57Z
জাতীয়

গাইবান্ধায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

Advertisement


 

আশরাফুল ইসলাম, গাইবান্ধা::

জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মূলক ওয়ার্কশপ ১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জহির ইমাম।  


সোনালী ব্যাংক পিএলসি গাইবান্ধা শাখা এই ওয়ার্কশপের আয়োজনে এ ওয়ার্কশপে বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ি ও জনসাধারণ উপস্থিত ছিলেন। গাইবান্ধা সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আহসানুল কবিরের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুর ইসলাম তালুকদার, বগুড়া বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. রেজাউল করিম, উপ-পরিচালক মো. হাসিবুর হাসান, গাইবান্ধা সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের এ্যাসিসটেন্ট ম্যানেজার শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের সিনিয়র অফিসার জ্যোতির্ময় সরকার।ওয়ার্কশপে জালনোট কিভাবে চেনা ও জানা যায় তা ভার্চুয়ালি দেখানো হয়। এছাড়া জনগণকে জানার জন্য জালনোটের উপর নানা প্রশ্নের উত্তর দেয়া হয়।