lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-09T17:46:24Z
গণমাধ্যম

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর, সম্পাদক মওলা

Advertisement


 


খাঁন আহম্মেদ হৃদয় পাশা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরি পরিষদ ২০২৫ সালের নির্বাচনে চূড়ান্তভাবে জাফর আহমেদ (যুগান্তর) সভাপতি ও কাজী জাকেরুল মওলা (সাপ্তাহিক প্রযুক্তি) সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যান্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি:মো. নাসির উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন) ও সাহাব উদ্দিন মানিক (ফিনানসিয়াল এক্সপ্রেস), যুগ্ম সম্পাদক:কাজী তাজউদ্দিন রিপন (একুশে টেলিভিশন) ও ইফতেখারুল অনুপম (জনকণ্ঠ), কোষাধ্যক্ষ:আব্দুর রহিম (সমকাল),সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক:হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ), ক্রীড়া সম্পাদক:মালেক আদনান (নয়া দিগন্ত), দপ্তর ও পাঠাগার সম্পাদক:অরণ্য ইমতিয়াজ (বিজনেস পোস্ট), কার্যকরি সদস্য শামীম আল মামুন(যমুনা টেলিভিশন), খন্দকার মাসুদুল আলম (মজলুমের কণ্ঠ),খন্দকার হাবিবুল্লাহ কামাল(বাংলা টিভি),সোহেল তালুকদার (ডিবিসি টেলিভিশন), শামসুজ্জামান (কালের স্বর)।

উল্লেখ্য,টাঙ্গাইল প্রেসক্লাব নির্বাচন কমিশনের চেয়ারম্যান পাবলিক প্রসিকিউটর(পিপি)অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন জানান,গত (৬-ই ডিসেম্বর) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র বিক্রি করা হয়। ৭ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিল করা হয়।প্রতি পদে এক জন করে প্রার্থী হওয়ায় এবং মনোনয়ন বাছাই শেষে কোন প্রার্থী প্রত্যাহার না করায় ৯ ডিসেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

এ নির্বাচনে অন্য দুই কমিশনার হলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন।