lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-15T10:37:20Z
আইন ও অপরাধ

আটোয়ারীতে নৌবাহিনীর সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

Advertisement


 

বিশেষ প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে এক বয়স্ক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক নৌবাহিনী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার তোড়িয়া ইউনিয়নের ডোহাপাড়া গ্রামে। অভিযুক্তরা হলেন ওই গ্রামের মোস্তাফিজুর রহমান ও তার ছেলে নৌবাহিনীর সদস্য মোঃ সাইদুর রহমান। 


জোরপূর্বক ঘরে আবদ্ধ রেখে শারীরিক, মানসিক ভাবে নির্যাতন এবং শ্লীলতাহানির জন্য বিবস্ত্র করার চেষ্টা চালানোর অভিযোগ এনে আটোয়ারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী এক মহিলা। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। 


থানায় অভিযোগের সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই মহিলার ছেলে ও বৌমার বিচ্ছেদ হওয়ার প্রায় বছরখানেক হয়েছে। এনিয়ে তাদের মধ্যে মামলা মকদ্দমাও চলে। সর্বশেষ গত ১৪ নভেম্বর, বিজ্ঞ আদালত মামলা খারিজ করে দেন। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। সে থাকে তার নানির বাড়িতে। নাতিকে দেখার জন্য মাঝেমধ্যে সেখানে যেতো ওই ভুক্তভোগী ওই মহিলা। 

এমতাবস্থায়, গত (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নাতিকে দেখার জন্য সেখানে গেলে মামলায় হেরে যাওয়ার রেষ ধরে জোরপূর্বক তাদের বাড়ির ভিতরে নিয়ে যায় নৌ-সদস্য সাইদুর। 


বাড়ির ভিতরে নিয়ে গিয়ে একটি ঘরে দরজা বন্ধ করে রাখা হয়। পরে সেখানে নৌ-সদস্য ও তার বাবা ওই মহিলার উপরে নির্যাতন সহ বিবস্ত্র করে শ্লীলতাহানির চেষ্টা চালায়। পরে সেখানে বাড়ির অন্যান্য সদস্যরা উপস্থিত হয়ে তার উপর মানবিক নির্যাতন সহ বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে। 


এরমধ্যে ওই মহিলা লুকিয়ে তার ছেলেকে ফোন দিয়ে কয়েক সেকেন্ড কথা বলার পরে তার কাছ থেকে মোবাইল ফোনটিও কেঁড়ে নেওয়া হয়৷ পরে তার ছেলে "জাতীয় জরুরি সেবা-'৯৯৯' এ কল দেয়৷ কিছুক্ষণ পরে '৯৯৯' এর মাধ্যমে ঘটনাস্থল থেকে ওই ভুক্তভোগী মহিলাকে উদ্ধার করে আটোয়ারী থানা পুলিশ।