Advertisement
রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী ক্যাডট কলজ এর ৫৭তম আÍ:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযাগীতা অনুষ্ঠিত হয়ছ। সামবার বিকাল কলজ মাঠ প্রাঙ্গন তিনদিন ব্যাপি আÍ:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযাগীতা-২০২৪ এর সমাপনী অনুষ্ঠিত হয়। অত্র কলজর অধ্যক্ষ ড. আ ফ ম মারতাহান বিল্লাহ এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসব উপ¯িত ছিলন বাংলাদশ সনা বাহিনীর সামরিক সচিব মজর জনারল সাজদুর রহমান এনডিইউ, পিএসসি। অনুষ্ঠান আরও উপ¯িত জলা প্রশাসক আফিয়া আক্তার, ইউএনও সানজিদা সুলতানা, এ্যাডজুটট মজর জুভন ওয়াহিদসহ ঊর্ধতন সামরিক-বসামরিক কর্মকর্তাবদ, অভিভাবকমন্ডলী, প্রাক্তন ও বর্তমান ক্যাডটবদ।
প্রতিযাগীতায় রাজশাহী ক্যাডট কলজর খালিদ হাউস, কাসিম হাউস এবং তারিক হাউসর ক্যাডটবদ ২৭টি ইভট তিনদিন ব্যাপি এ প্রতিযাগীতায় অংশগ্রহন করন। সারা বছরর একাডমিক ও সহ-পাঠ্যক্রম সংক্রাÍ কার্যক্রমর সফলতা বিবচনা কর কাসিম হাউসক চ্যাম্পিয়ন ও খালিদ হাউসক রানার্স আপ হিসব ঘাষনা করা হয়। প্রতিযাগীতায় অসাধারন ক্রীড়া নপুন্য দখানা বিজয়ী ক্যাডটদর মাঝ পুর¯ার তুল দন প্রধান অতিথি।
প্রধান অতিথির বক্তব্য মজর জনারল সাজদুর রহমান উত্তরবঙ্গর শ্রষ্ঠ বিদ্যাপিট এই কলজর শিক্ষার্থীদর একাডমিক ফলাফল ও শখলার মানর ভূয়সী প্রশংসা করন। পাশাপাশি শিক্ষার সাথ ক্রীড়া ক্ষত্র রাজশাহী ক্যাডট কলজর গরবাজ্জ্বল অব¯ানর কথা উল্লখ করন। প্রযুক্তি নির্ভর শিক্ষার পাশাপাশি ক্যাডটদর দহসষ্ঠব বিকাশ খলাধুলা, সু¯ মানসিকতা ও দলীয়ভাব কাজ করার সক্ষমতা অর্জন কর ডিজিটাল বাংলাদশ গড় তুলত অগ্রনী ভুমিকা পালন করত পারব বল তিনি আশাবাদ ব্যক্ত করন।