lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-13T11:57:12Z
তথ্য প্রযুক্তি

পাথরঘাটায় দুই দিনব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী

Advertisement


 

মোঃ রেজাউল ইসলাম,পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) শুরু হয়ে আজ বৃহস্পতিবার ১২ ডিসেম্বর তা শেষ হয়। এই  ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বাস্তবায়নে এ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার রোকনুজ্জামান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাইন্টিফিক অফিসার আমিন হোসেন ও মো. নিজাম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন,পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল সিকদার,পাথরঘাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জসীমউদ্দীন রানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থীরা। এসময় বিসিএসআইআর এর প্রতিনিধিবৃন্দ প্রজেক্টরের মাধ্যমে পর্দায় তাদের কার্যক্রম ও প্রযুক্তি বিষয়ক উপস্থাপনা করেন। সেমিনার শেষে অতিথিবৃন্দ উপজেলা পরিষদের মাঠে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল গুলো পরিদর্শন করেন। সরকারি ও বেসরকারি ২১টি স্টল অংশগ্রহণ করে।এর মধ্যে ছিল উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রাণিসম্পদ অফিস,বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, উপজেলা মৎস্য দপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সৈয়দ ফজলুল হক কলেজ, পাথরঘাটা কলেজ, তাসলিমা মেমোরিয়াল একাডেমি, সিসিডিবি, পারলে কম খাইয়্যা দ্যাখ্যান, সংগ্রামসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

সৈয়দ ফজলুল হক কলেজের স্টল পরিদর্শন করে, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার রোকনুজ্জামান খান বলেন, প্রেজেন্টেশন এবং ভিডিও চিত্র দেখে খুব ভাল লাগলো, সৈয়দ ফজলুল হক কলেজের স্টলের মূল আকার্শন ছিল, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, এই সময়ে স্টলের দায়িত্বে ছিলেন, সৈয়দ ফজলুল হক কলেজের প্রভাষক গোপাল চন্দ্র দাস পদার্থবিজ্ঞান,মোঃ জাহিদুল ইসলাম প্রভাষক মাকেটিং,পলাশ চন্দ্র গাইন প্রভাষক ব্যবস্থাপনা,মোসাঃ সামিরা ই সেতু প্রর্দশক প্রানীবিজ্ঞান, সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের ছাত্রী মুন্নি আক্তার, মোঃ মিরাজ সহো আর বেশ কয়েজন। ছাত্র- ছাত্রীরা বলেন, আমরা এখানে আসতে পেরে অনেক খুশি হয়ছি, এখানে এসে অনেক কিছু দেখাল জানালাম যা আমাদের শিক্ষার ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।