Advertisement
আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। জেলা কৃষকদলের উদ্যোগে ১১ ডিসেম্বর বুধবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়া প্রতিকৃতিতে পুষ্প মালা অর্পণ, র্যালি ও জেলা বিএনপি কার্যালয় সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক দলের সদস্য সচিব আলতাবুজ জামান রুহানি তুষারের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন রংপুর বিভাগের বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান টিটুল, ইলিয়াস হোসেন, কামরুল ইসলাম সেলিমসহ জেলা কৃষক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।পরে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।