lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-09T11:57:09Z
ব্রেকিং নিউজ

গোবিন্দগঞ্জে ৫ জন নারী জয়িতাকে সম্মাননা প্রদান

Advertisement


 

আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::

"নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।


৯ ডিসেম্বর সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা। এসময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মির্জা শহিদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা কনা খাতুন, প্রেসক্লাবের সভাপতি কবির মনু, সাধারণ সম্পাদক মির্জা শওকত জামান, মাঠ সমন্বয়কারী শামছুল রহমান, তথ্য সেবা কর্মকর্তা শারমিন ইসলাম প্রধান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার পাঁচ জন নারীকে জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।