Advertisement
ওবাইদুল হক, টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সাতনং ওয়ার্ডে পুর্ব শত্রুতার জের ধরে অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে দা কিরিছ নিয়ে একই এলাকার মুনির আহমদ, আনছার উল্লাহ ও দিলারার নেতৃত্বে একদল সন্ত্রাসী সকলে আমার পাড়া প্রতিবেশী।
বিবাদীরা পরস্পর নিকট আত্মীয়, উশৃংখল, মস্তান, বখাটে মাদক ব্যবসায়ী, দুশ্চরিত্র ও জগড়াটে প্রকৃতির লোক। বিবাদীরা ২৯/১১/২০২৪ তারিখ আমার পিতার বার্ষিক ফাতেহা উপলক্ষে বাড়ীতে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। খতমে কুরআন ও দোয়া মাহফিল এর জন্য আগত স্থানীয় মসজিদের হুজুরগণ কুরআন তেলাওয়াত করিতেছিল। এসময় ৩নং বিবাদীর বসত ঘরে সাউন্ড বক্সে অশ্লীল গানবাজনার ক্যাসেট বাজাতে থাকে। কুরআন তেলাওয়াত চলাকালীন অশ্লীল গাণবাজনা ও সাউন্ড সাইলেন্ড করিতে বলিলে তাতে ক্ষিপ্ত হইয়া বিবাদীগণ সকলে পরস্পর যোগসাজশে ধারালো লম্বা কিরিচ, কঠের বাটাম সহ দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হইয়া আমার বসত ভিটা ও বসত ঘরে অনিধকার প্রবেশ করিয়া আমাদের হত্যার উদ্দেশ্যে হামলা করে। এসময় ১নং বিবাদীর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মাথায় স্বজোরে আঘাত করিলে লক্ষ্যভ্রষ্ট হইয়া জখমীর ইসমত আরার ভান চোখের উপরি ভাগে পড়িয়া রক্তাক্ত জখম হয়। ২নং বিবাদীর হাতে থাকা চায়না কোড়াল নিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় স্বজোরে আঘাত করিলে লক্ষ্যভ্রষ্ট হইয়া জখমী রাশেদার মাথার ডান পশে পড়িয়া রক্তাক্ত জখম হয়। ৩, ৪ ও ৫নং বিবাদীর হাতে থাকা ইটের টুকরা এলোতাড়ি নিক্ষেপ করিয়া জখমীদের শরীরের বিভিন্ন স্থানে নিলাফোলা জখম করে। ৬ ও ৭নং বিবাদীর হাতে থাকা লোহার পাট নিয়ে উদ্দেশ্য সিদ্ধি করতে জখমীদের এলোপাতাড়ি আঘাত করিয়া সর্বশরীরের নিলাফোলা ও গুরুতর জখম করে। বিবাদীদের নিকট হতে বাঁচার জন্য ডাক-চিৎকার করিলে উক্ত ঘটনার বিষয়ে কোথাও বিচার প্রার্থী হলে জখমী সহ আমার পরিবারের সদস্যদের হাত-ভাঙ্গিয়া পঙ্গু করিয়া ফেলিবে, প্রাণে হত্যা করিয়া লাশ গুম করিবে ইত্যাদি হাঁকাবকা প্রকাশ্য হাঁকাবকা করিয়ার দেশীয় অস্ত্র হাতে নিয়ে বাড়ীর চতুর্শপাশে মহড়া দিতে থাকে। ঘটনাস্থল থেকে জরুরী হেল্প লাইন ৯৯৯-এ অভিযোগ করা হলে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে আসিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উপস্থিত লোকজনের সহায়তায় জখমীদের গুরুতর আহতবস্থায় উদ্ধার করিয়া টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকৎসার সেবা গ্রহণ করেন। বিবাদীরা অত্যান্ত খারাপ ও দুস্কতৃকারী লোক বিধায় যে কোন সময় বড় ধরনের ক্ষতি সাধন করিতে পারে। উক্ত ঘটনায় আমি সহ পরিবারে অন্যান্য সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভোগিতেছি। আমি আইনের প্রতি পরিপূর্ণ আস্থা ও শ্রদ্ধাশীল বিধায় ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাইয়া নিকট আত্মীয় স্বজনের সহিত আলাপ-আলোচনা করিয়া, চিকিৎসা কাজে ব্যস্থ থাকায় বিবাদীদের বিরুদ্ধে থনায় অভিযোগ দায়ের করেন। বিবাদী: ১। মুনির আহমদ (৫০), ২। আনছারুল্লাহ (৩০), ৩। দিলুনি (৩৩), ৪। মমতাজ (৪৩) সর্বপিতা- গুরা মিয়া, ৫। দিলদার প্রঃ লালানি (৪৪) স্বামী- মুনির আহমদ, ৬। আসমা আরা (২০) স্বামী-একরাম, পিতা- মুনির আহমদ, ৭। গুরা মিয়া (৭৩) পিতা- মৃত মকবুল আহমদ, সর্বসাং-চৌধুরী পাড়া, ০৭নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, ঘটনার তারিখ ও সময়: ইং ২৯/১১/২০২৪ তারিখ বিকাল অনুমান ৩:৩০ ঘটিকা। জখমী- ১। আবদুল হক (২৫) পিতা- সৈয়দ মোহাম্মদ, ২। আনোয়ার সাদেক (১৪), পিতা- আনোয়ার হোসেন, ৩। ইসমত আরা (১৮) স্বামী- মোঃ শাহেদ, ৪। রমজান আলী (৩৮) মৃত মোঃ ছিদ্দিক, ৫। রাশেদা বেগম (৩৮) স্বামী- মৃত আনোয়ার হোসেন, সর্বসাং-চৌধুরী পাড়া, ০৭নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার। বাদী রশিদা বলেন বিবাদীরা অত্যান্ত খারাপ ও দুস্কতৃকারী লোক বিধায় যে কোন সময় বড় ধরনের ক্ষতি সাধন করিতে পারে। উক্ত ঘটনায় আমার পরিবারে অন্যান্য সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভোগিতেছি। অত এব আমি আইনের প্রতি পরিপূর্ণ আস্থা ও শ্রদ্ধাশীল বিধায় ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাইয়া নিকট আত্মীয় স্বজনের সহিত আলাপ-আলোচনা করি। উক্ত সন্ত্রাসী বাহিনীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। নিউজ সুত্র টেকনাফ মডেল থানা অভিযোগ।