lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-01T14:54:58Z
বিতর্ক প্রতিযোগিতা

নগর পরিকল্পনা দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েট রানারআপ পাবিপ্রবি

Advertisement


  


আল আমিন হোসেন, পাবিপ্রবি:

বিশ্ব নগর পরিকল্পনা দিবস ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লান্যার্স এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিআইপি কনফারেন্স হলে আয়োজিত হয় আন্তঃবিশ্ববিদ্যালয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা।

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশের নগর ও অঞ্চল পরিকল্পনা ভুক্ত সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়গুলো হলো বুয়েট,কুয়েট,রুয়েট,চুয়েট,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যাল ও খুলনা বিশ্ববিদ্যালয়।

ফাইনাল রাউন্ডে চুয়েট এর প্রতিপক্ষ ছিলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই সংসদ নগর পরিকল্পনায় অবকাঠামো সম্প্রসারণের চেয়ে জলবায়ু সহনশীলতা কে অগ্রাধিকার দিবে বিষয়ে সরকারি দল হিসেবে ছিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে ছিলো চুয়েট।

বিতর্কে স্পীকার ও বিচারক-মন্ডলীদের বিশ্লেষণে জয়ী হয় চুয়েট এবং রানারআপ হয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বিতর্ক ছাড়াও ইনোভেটিভ আইডিয়া, গবেষণা, ফোটোগ্রাফি সহ কয়েকটি ইভেন্টে পুরষ্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইপির সভাপতি ও পরিকল্পনাবিদ ড. আদিল মোহাম্মদ খান এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহাম্মদ মেহেদী হাসান।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন বিতর্ক মুক্ত জ্ঞান চর্চা এবং এসকল  নগর পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের জন্য ফলপ্রসূ হবে।