lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-24T08:36:51Z
জাতীয়

শীতে কাঁপছে শ্রীমঙ্গল

Advertisement


 


ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

চায়ের রাজ্য ও পর্যটন নগরী হিসেবে খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এরআগে সকাল ৬টায় ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মো. আনিসুর রহমান।

তিনি বলেন, ‘মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিন শ্রীমঙ্গল ও আশপাশের তাপমাত্রার পারদ আরো নামতে পারে। এখানে শৈত্যপ্রবাহ হবার সম্ভাবনাও রয়েছে।’

দেশের সর্বনিন্ম তাপমাত্রা হলেও শ্রীমঙ্গলে মঙ্গলবার সকাল থেকে রোদের দেখা মিলেছে। তবে হিমেল হাওয়ায় সূর্যের তীব্রতা ছড়াতে পারেনি। ফলে রোদ থাকলেও বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। ঠান্ডায় কাবু হয়ে পড়েছেন ছিন্নমূল, শ্রমজীবি মানুষ ও চা শ্রমিকরা।

উপজেলার খাইছড়া চা বাগানের শ্রমিক অনিল তাঁতী বলেন, ‘গত কয়েকদিন ধরে খুব ঠান্ডা পরেছে। দিনের বেলা যেমন তেমন রাতের বেলা ঠান্ডা সহ্য করার মতো না। আমরা খুব কষ্টে আছি।’

আশীদ্রোন ইউনিয়নের কৃষক আফরোজ মিয়া বলেন, ‘শীত আমরারে (আমাদের) পঙ্গু করি লাইছে (ফেলছে)। কিলা (কিভাবে) কিতা (কি) করতাম (করবো) বুঝিয়া পাই না। চাষবাস করতে পারি না। ঘরে বই (বসে) রইছি (থাকছি)। কিলা (কিভাবে) চলতাম, কিলা খাইতাম।’

এদিকে গত কয়েকদিনে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিস উপজেলার ৯টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার মোট ৬০০ হতদরিদ্র মানুষকে সরকারের ত্রাণ তহবিল থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান।

সরকারি উদ্যোগ ছাড়াও বেসরকারি উদ্যোগে উপজেলার শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এরাকায় গত ১০ দিনে ১৩ হাজার শীতার্ত দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু।