lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-11T12:30:40Z
সড়ক দুর্ঘটনা

পোরশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত এক

Advertisement


 


ইসমাইল হোসেন,  পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ 

পোরশায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে যায় । এ ঘটনায় একজন নিহিত ও একজন আহত হয়েছেন ।একজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন পোরশা থানা পুলিশ।

বুধবার ১১ ডিসেম্বর সকাল আটটার সময় শিশা বাজারের ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান,পোরশা নিতপুর থেকে কিছু যাত্রী নিয়ে বাসটি নওগাঁ শহরের দিকে যাচ্ছিল । বাসটি শিশা বাজার পার হয়ে মাটিন্দর ব্রীজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় । ঘন কুয়াশায় রাস্তা দেখতে না পাওয়াই ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান।এতে একজন নিহত ও একজন আহত হয় ।জানা যায়, নিহিত ব্যক্তির নাম মোছাম্মদ রুবিয়া বেগম(৫৫), স্বামী মোহাম্মদ জিল্লুর রহমান, গ্রাম আমদা।

ঘটনা স্থল থেকে পোরশা থানা ইনচার্জ মোঃ শাহিন রেজা 'ভোরের চেতনাকে' বলেন ঘটনায় একজন নিহিত একজন আহত হয়েছেন ।আহত ব্যক্তিকে উদ্ধার করে পোরশা থানা কমপ্লেক্স এ ভর্তি করানো হয়েছে। নিহত ব্যক্তির পক্ষের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত না করেই তাদের কাছে হস্তান্তর করা হয় বলে 'ভরের চেতনাকে'বলেন খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনা স্থলে গিয়েছিল এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।