lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-09T15:43:23Z
অন্য খবর

মেধাবী ছাত্র ইমনকে বাঁচাতে পরিবারের সাহায্যের আবেদন

Advertisement


 


মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার বড়রাউতা গ্রামের মাদ্রাসা পাড়ার শামসুদ্দোহা নান্নুর দ্বিতীয় সন্তান আরিফ শাহারিয়ার ইমন জটিল রোগে ভুগছেন। তার পরিবার সমাজের বৃত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।


ইমন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় বিঞ্জান বিভাগ থেকে জিপিএ -৫ পেয়ে উত্তীর্ন হয়ে বর্তমানে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইন্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, ইমনের হার্টের অ্যাওর্টিক ভালব সম্পুর্ন অকেজো হয়ে গেছে। 


চিকিৎসকরা ইমনের দ্রুত অপারেশন করার পরামর্শ দিয়েছেন, তার এই অপারেশনের জন্য প্রায় ৫ লক্ষ টাকার প্রয়োজন। ইমনের পিতা অতিক্ষুদ্র একজন ব্যবসায়ী। তার দরিদ্র পিতার পক্ষে এই অপারেশনের অর্থের ভার বহন করা সম্ভব নয়। তাই তিনি সমাজের বিত্তশালী লোকজনের কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন জানিয়েছেন। তার পরিবারের সাথে যোগাযোগের ঠিকানা : নগদ মোবাইল নম্বর ০১৭১৮৬২৬২৮৬, এবং সোনালি ব্যাংক, ডোমার শাখা, সঞ্চয়ী হিসাব নং ০১০২০৬১১.