Advertisement
এম মনিরুজ্জামান, পাবনা : উপজেলা প্রশাসনের আয়োজনে,২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলা সম্মেলন রুমে ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা ও বাদ আসর মডেল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, উপজেলা জামায়াতে নায়েবে আমির অধ্যাপক ফারুক ই আজম, সেক্রেটারি টুটুল বিশ্বাস, পৌর জামায়াতে আমির রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ইউনুস আলী হেলাল, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ছাত্র দীপ মাহমুদ,আরিফ,মাসুম,তাসকিয়া সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্যে রাখেন।