Advertisement
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার এবি ইউনিয়নের বামনগ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে মো. সাইফুল ইসলাম (৫৫), পিতা এবাদ মুন্সি, বামনগ্রাম বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে খুন হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিজ বাড়ির গেটের সামনে পৌঁছালে অজ্ঞাত পরিচয়ের এক বা একাধিক দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু জানান, "ঘটনা সত্যি, তবে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ।"
এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এলাকাবাসী এ নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন এবং দোষীদের শনাক্ত করতে তদন্ত চলছে। হত্যার ঘটনাটি পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।