Advertisement
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
টঙ্গী ইজতেমার ময়দানে সাদপন্থী খুনীদের সন্ত্রাসী হামলা ও হত্যার প্রতিবাদ এবং গ্রেপ্তারের দাবীতে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তাওহিদী জনতা। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা তাওহিদী জনতার আয়োজনে সালথা সদরের বাইপাস সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাহিরদিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি ইমরান হোসাইন, সালথা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি রবিউল ইসলাম, ইমাম ও খতিব উপজেলা মসজিদ মুফতি মফিজুর রহমান, সাহেবজাদা জহুরুল হক রহ মাদ্রাসার মুহতামিম মাওলানা নেছারুদ্দীন, সালথা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হান্নান, মুফতি আবু সাইদ, মাওলানা সাইফুদ্দিনসহ আরো অনেকে। এছাড়াও বিজ্ঞ ওলামায়ে কেরাম, তাবলীগের সাথী এবং ইসলাম প্রিয় তাওহীদি জনতা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের কাছে আমাদের আহবান থাকবে বাংলাদেশ থেকে দ্রুত সাদপন্থীদের নিষিদ্ধ করতে হবে। টঙ্গী ইজতেমার ময়দানে ওসামা গং এবং ঘটনার সাথে জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত শাস্তি দেওয়া হোক। বক্তারা আরও বলেন, আজ থেকে রবিবার পর্যন্ত সময় দুই দিন সময় দিলাম যারা সালথা উপজেলায় এই পন্থী আছেন তারা তওবা করে সঠিক ভাবে ধর্মীয় আচার আচরণ মেনে চলবেন। যদি তওবা না করেন তাহলে সোমবার থেকে সাদপন্থী নিধন কর্মসূচি শুরু করব।