lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-16T06:31:35Z
সংবাদ সম্মেলন

পৌর বিএনপির সম্মেলন স্থগিত ও সদস্য পদ ফিরে পাওয়ার দাবিতে গাইবান্ধায় সংবাদ সম্মেলন

Advertisement


 


আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::

জাতীয়তাবাদি দল বিএনপির ওয়ার্ড শাখার সাধারণ সদস্য পদ ফিরে পাওয়া ও গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সম্মেলন স্থগিত করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমন নামে এক গণমাধ্যমকর্মী । গাইবান্ধা প্রেসক্লাবে ১৫ ডিসেম্বর রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। তার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে।  তিনি গোবিন্দগঞ্জ উপজেলার একজন শিক্ষক ও পরিচিত গণমাধ্যমকর্মী গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক।  


এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, তারা পারিবারিক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতিতে বিশ্বাসী। ২০২৩ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত কাউন্সিল পরবর্তী গোবিন্দগঞ্জ পৌর বিএনপির ৫নং ওয়ার্ড কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য পদ গ্রহণ করেন। ৫নং ওয়ার্ড কমিটিতে তার নামের সিরিয়াল ৩৪ ও কার্যনির্বাহী সদস্য নং ০৪। তিনি পৌর বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে গত ৫ ডিসেম্বর ফেসবুক ভিডিও বার্তায় আগ্রহ প্রকাশ করে প্রচারণা শুরু করেন। ৯ ডিসেম্বর পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবির মনু ও সদস্য সচিব আবু জাফর লেলিন ওয়ার্ড কমিটির তালিকা সরবরাহ করেন। কিন্তু তালিকায় তার নামটি টেম্পারিং করে অন্য আরেকজনের নাম যুক্ত করা হয়। এর প্রতিকার চেয়ে ১০ ডিসেম্বর রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবরে লিখিত অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমন ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য পদ ফিরে পাওয়া এবং ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সম্মেলন স্থগিত করে পুনরায় আনুসঙ্গিক কার্যক্রম ঘোষণাসহ তাকে কাউন্সিলর করার দাবি জানান। সংবাদ সম্মেলনের এসময় গাইবান্ধা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যগণসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


এ বিষয়ে গোবিন্দগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবির মনু গণমাধ্যমে জানান, তিনি এখন বিএনপির কোনো সদস্য নন, সংগঠনবিরোধী কাজের জন্য তাকে সদস্য পদ দেওয়া হয়নি। গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল জানান, তিনি দাপ্তরিকভাবে কোনো অভিযোগপত্র পাননি, যে অভিযোগটি পেয়েছেন তাতে কোনো স্বাক্ষর ও সীল নেই।