Advertisement
এম মনিরুজ্জামান, পাবনা :নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ (এন এ) এর এডহক কমিটিকে কেন্দ্র করে কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনকে অফিস রুমে মারপিট ও লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পাবনার সুজানগরে জনসাধারণ ও শিক্ষক শিক্ষার্থীদের ব্যানারে স্থানীয় সন্ত্রাসী কর্তৃক নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন কে অফিস কক্ষে ঢুকে মারপিট ও লাঞ্ছনার প্রতিবাদে কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক এবিএম তৌফিক হাসান আলহাজ, সদস্যসচিব শেখ আব্দুর রউফ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাস, সদস্য সচিব জসিম উদ্দিন বিশ্বাস, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা প্রমুখ। এছাড়াও বিক্ষোভ মিছিলে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।