Advertisement
এইচ এম রাসেল, বরগুনা প্রতিনিধি:
আমতলী উপজেলা প্রশাসন ও দুনীর্তি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার আন্তর্জাতিক দুনীর্তি বিরোধী দিবস বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল বনাঢ্য র্যালী, পতাকা উত্তোলন ও আলোচনা সভা।
সকাল ১১ টায় আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বনাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ও উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল পতাকা উত্তোলন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান, মেডিকেল অফিসার মোঃ সবুজ মিয়া, ওসি (তদন্ত) মোঃ আমির হোসেন সেরনিয়াবাদ, অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান সিকদার, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার। দুনীর্তি প্রতিরোধ কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ নুহু—উল আলম নবীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক এমএ হান্নান, প্রেসক্লাব সাবেক সভাপতি রেজাউল করিম বাদল, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজী, উপজেলা প্রেসক্লাব সভাপতি এম সাইদ খোকন ও প্রভাষক বানী রানী শীল প্রমুখ।