lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-11T04:31:47Z
জাতীয়

গঙ্গাচড়ায় যৌতুক বিহীন ১১ জন এতিম মেয়ের বিবাহোত্তর উপহার প্রদান

Advertisement


 

রংপুর গংগাচড়া প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় যৌতুক বিহীন এতিম মেয়ের বিবাহোত্তর উপহার প্রদান করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১১ জন এতিম মেয়ের বিবাহোত্তর উপহার প্রদান করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিল খাট, লেপ, তোশক, আলমেরাসহ সাংসারিক জীবনের সকল প্রয়োজনীয় আসবাবপত্র।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী।

বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা নায়েবে আমীর মোঃ তাজ উদ্দিন,সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম, গঙ্গাচড়া ইউনিয়ন আমীর মোঃ মনিছুর রহমান,জামায়াত নেতা মোঃ শরিফুল হুদা দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।