lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-24T11:49:54Z
রাজনৈতিক বক্তব্য

গণহত্যা ও দুর্নীতির সঙ্গে জড়িতদের কাউকে বিএনপিতে নেওয়া হবে - মির্জা ফখরুল

Advertisement


 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতি‌নি‌ধি: 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,যারা সন্ত্রাসী, যারা গণহত্যা সঙ্গে জড়িত হয়েছিল এবং যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। এ বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশ দেওয়া আছে । ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল সা‌ড়ে ১১টার দি‌কে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্ব‌রে দুস্থ ও অসহায়‌দের মা‌ঝে শীতবস্ত্র বিতরণ কা‌লে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে তি‌নি এ মন্তব‌্য ক‌রেন। মির্জা ফখরুল ব‌লেন, আমরা আশা করেছিলাম সরকারের পক্ষ থেকে দুঃস্থ শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হবে। কিন্তু এখন পর্যন্ত সে ধরনের উদ্যোগ সরকা‌রের পক্ষ থে‌কে আমরা দেখতে পাইনি ‌। তাই আমরা নিজেরাই আমাদের দলের পক্ষ থেকে  শীত বস্ত্র বিতরণ করছি। আজকে আমরা পৌর শহরের মধ্যে বিতরণ করছি এরপর উপজেলা ও ইউনিয়ন গুলোতেও বিতরণ করা হবে। আমি আশা করব সরকার এই বিষয়টিতে এগিয়ে আসবেন। তারা আমাদের এই কনক‌নে শীতে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করবেন। বাংলাদেশের রাজনীতিতে স্বৈরতন্ত্র, ফ্যাসিস্ট ব্যবস্থা এবং দুর্নীতি থেকে উত্তরণের বিষয়ে বিএন‌পির মহাস‌চিব  বলেন,ফ্যাসিস্ট ব্যবস্থা এবং দুর্নীতি থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। জনগণের যে শাসন সে শাসনকে স্থাপিত করতে হবে। অর্থাৎ জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এর বাইরে অন্য কোন উপায় আছে বলে আমার জানা নেই। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো যদি নির্মাণ করা যায়, এটি হবে সবচেয়ে বড় রক্ষাকবচ। শীতবস্ত্র বিতরণ কা‌লে উপ‌স্থিত ছি‌লেন,জেলা বিএন‌পির অর্থসম্পাদক মামুনুর র‌শিদ,দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম শরীফ ,‌ঠাকুরগাঁও প্রেসক্লা‌বের ভারপ্রাপ্ত সভাপ‌তি, ঠাকুরগাঁও জেলা ছাত্রদ‌লের সভাপ‌তি মো.কা‌য়েস। তিন দি‌নের ঠাকুরগাঁও সফ‌রে এ‌সে বিএন‌পির মহাস‌চিব আজ বেলা সা‌ড়ে ১১টার দি‌কে সৈয়দপুর হ‌য়ে বিমান যো‌গে ঢাকার উ‌দ্দে‌শ্যে রওনা হন।