lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-09T10:53:47Z
দিবস উদযাপন

পাবনায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপিত

Advertisement




 আব্দুল কাইউম :

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" শীর্ষক প্রতিপাদ্য নিয়ে (৯ ডিসেম্বর)সোমবার সকাল ৮টায় জেলা প্রশাসন পাবনা, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে  

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে জেলা প্রশাসন এর কার্যালয়ের সমনে দুর্নীতি বিরোধি মানববন্ধন জাতীয় পতাকা,দুর্নীতি প্রতিরোধ পাতাকা উত্তলন ও জাতীয় সংগীত শেষে একটি র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে পাবনা পুলিশ লাইনের সম্মেলন কক্ষে এসে আলোচনায় মিলিত হয়।


পরে উপ-পরিচালক দুর্নীতি দমন কমিশন পাবনা মোঃ শহিদুল আলম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন মোহাম্মদ মফিজুর ইসলাম।

 বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার  মোঃ মোরতোজা আলী খাঁন,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি  ডাঃ মোনয়ার উল আজীজ, সাধারণ সম্পাদক সাংবাদিক এ বি এম ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ,  পাবনা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি আক্তারুজ্জামান আকতার,দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কামরুন নাহার জলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোঃ শাওন হোসেন, বিএনসিসি সদস্য গন, সহ সরকারি বেসরকারি কর্মকর্তা বৃন্দ। 


এ সময় বক্তারা বলেন বাংলাদেশ এক সময় দুর্নীতিতে প্রথম ছিল বর্তমানে ২৪ তম দুর্নীতিকে প্রতিরোধ করতে হলে নৈতিক শিক্ষার  মাধ্যমে যার য়ার জায়গা থেকে দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করতে হবে এবং সফলতার জন্য বড়দের পাশাপাশি বিশেষ করে শিশু কিশোরদের বেশি প্রাধান্য  দেওয়া উচিৎ বলে মনে করেন উপস্থিত সুধীজনেরা।