lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-08T14:00:43Z
হত্যা

মাদারীপুরে পা‌রিবা‌রিক ক‌লো‌হের জে‌রে মেয়েকে খুন

Advertisement


 

মীর ইমরান, মাদারীপুর প্রতি‌নি‌ধিঃ

মাদারীপুর শিবচরে পা‌রিবা‌রিক ক‌লো‌হের জে‌রে স্ত্রীর সা‌থে ঝগড়া ক‌রে ক‌লেজ পড়ুয়া মে‌য়ে‌কে পি‌টি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে বাবা ফরহাদ গোমস্তা।


রোববার সকা‌লে শিবচর শিবচর উপ‌জেলার ব‌হেরাতলা ইউনিয়‌নের গোমস্তা কা‌ন্দি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।নিহ‌তের নাম আইরিন আক্তার মু‌ক্তি(১৭)। 


স্থানীয় সূ‌ত্রে জানা যায়, র‌বিবার সকা‌লে স্ত্রীর সা‌থে পা‌রিবা‌রিক বিষয় নি‌য়ে ঝগড়া বা‌ধে স্বামী ফারহাদ গোমস্তার। 


এসময় ফরহাদ গোমস্তার স্ত্রী তা‌কে অশ্লীলভাষায় গাল মন্দ্র করে সাথে মে‌য়ে‌কে নি‌য়ে আজেবা‌জে কথাও ব‌লে। একপর্যায় ফরহাদ গোমস্তা উত্তে‌জিত হ‌য়ে তার মে‌য়ে‌ আইরিন‌কে ঘ‌রের ভেত‌রে থাকা কা‌ঠের টুকরা দি‌য়ে মাথায় আঘাত ক‌রে। আঘাতপ্রাপ্ত আইরিন ঘটনাস্থ‌লে মৃত‌্যুবরন ক‌রে। 


স্থানীয়রা আরো জানান, ফরহাদ দিনমজুরী ক‌রে সংসার চালায়। স্ত্রীর সা‌থে মা‌ঝে মা‌ঝেই ঝগড়া‌বিবাদ লেগেই থাকে । ফরহা‌দের স্ত্রীর সবসসয় তার সা‌থে পা‌রিবা‌রিক ক‌লো‌হে জড়ায়। মে‌য়ে‌কে নি‌য়ে‌ও বা‌জে মন্তব্য করেন। এক পর্যায়ে মানসিক চাপ সৃষ্টি হয় ফোরহাদ উপর। 

এসময় স্ত্রীর মুখে মেয়েকে নিয়ে আজেবাজে মন্তব্য সহ্য করতে না পেরে ঘুমান্ত মেয়েকে কাঠের টুকরা দিয়ে আঘাত করে ঘটনা স্থলে মৃত্যু হয় মেয়ের।


শিবচর থানা অ‌ফিসার ইনচার্জ মোঃ মোকতার হো‌সেন জানান, স্ত্রীর সা‌থে পা‌রিবা‌রিক ক‌লো‌হের জে‌রে ঘুমন্ত মে‌য়ে‌কে পি‌টি‌য়ে হত‌্যা ক‌রে তার বাবা ফরহাদ গোমস্তা। মর‌দেহ সুরতহাল ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য মাদারীপুর ম‌র্গে প্রেরন করা হ‌য়ে‌ছে।