lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-14T12:45:22Z
আইন ও অপরাধ

চারঘাটে আখের সঙ্গে শত্রুতা লক্ষাধিক টাকার আখ পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা

Advertisement



চারঘাট প্রতিনিধি:

রাজশাহীর চারঘাটে আখের সঙ্গে শত্রুতা করে প্রায় লক্ষাধিক টাকার আখ পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা। পরে সংবাদ পেয়ে চারঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। শনিবার সন্ধ্যার কিছুক্ষন আগে উপজেলার কুঠিপাড়ার নিচে পদ্মার চরে এ ঘটনা ঘটে।


ক্ষতিগ্রস্ত জমির মালিক নজরুল ইসলাম নাজু জানান, পদ্মার চরে প্রায় ১৮ বিঘা জমিতে আখের চাষ করেছি। শনিবার সন্ধ্যার কিছুক্ষন আগে সংবাদ আসে কে বা কাহারা আমার আখের জমিতে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমি তাৎক্ষানক মাঠে ছুটে গিয়ে দেখি আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে চারঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। তবে ততক্ষনে আমার প্রায় ২ বিঘার লক্ষাধিক টাকার আখ পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, আমি রাজশাহী মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। আমার সঙ্গে সাধারন কোন মানুষের বিরোধ নেই। আমার ধারনা রাজনৈদিক প্রতিপক্ষ আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীরা এমন জঘন্য কাজ করেছে। আমি এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীর দৃষ্টান্ত বিচার চাই।


চারঘাট মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল খালেক বলেন, এমন ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকবে তাদের খুজে বের করে কঠিন শাস্তি নিশ্চিত করা হবে।