Advertisement
আলমগীর হুসাইন অর্থ:
পাবনা জেলার সদর থানার অন্তর্গত ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি একনালা বন্দুক, একটি ওয়ান শুট্যারগান ও ৪০ রাউন্ড গুলি সহ ০৩ জন কে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।
৩'রা ডিসেম্বর (মঙ্গলবার) রাত ১২ টা ৪৫ মিনিটে পাবনা জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খান'র নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনওয়াজ (পিপিএম)'র সার্বিক তত্তাবধানে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির এর নেতৃত্বে এস আই বেনু রায় ও এস আই সেলিম রেজা সহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেফকৃত'রা হলো:
১.ইসমাইল বিশ্বাস (২৭),পিতা:মৃত ইউনুস বিশ্বাস, সাং-ভবানীপুর,থানা -পাবনা সদর
২.ইউসুফ আলী (২৬),পিতা:মৃত সুলতান সরকার,সাং-চন্ডিপাশা,থানা-আটঘরিয়া
৩.শেখ ফরিদ (২৬),পিতা:শাহিনুর রহমান, সাং-সালাইপুর মৃধাপাড়া, থানা-পাবনা সদর, সর্ব জেলা -পাবনা। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি একনালা বন্দুক, একটি ওয়ান শুটারগান ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশ।