lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-23T02:12:12Z
ব্রেকিং নিউজ

গাজীপুরে চাঁদা তোলা নিয়ে দু' গ্রুপের দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

Advertisement


 

এম এইচ শাহীন, গাজীপুর: গাজীপুরে বেকারিতে চাঁদা উঠানোকে কেন্দ্র করে চাঁদাবাজদের অন্য একটি গ্রুপের হামলায় আবুল কালাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আবুল কালামও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাতে (২১ ডিসেম্বর) কালিয়াকৈর উপজেলার উলুসাড়া চকিদারের টেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম টাঙ্গাইলের মির্জাপুর ফজিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি উপজেলার কালামপুর খাজারডেক এলাকার ভাড়া থাকতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , জেলার কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় পিচ্চি আকাশ ও শাহরিয়ার নাফি ওরফে ইমনের গ্রুপ বেশ কিছুদিন ধরে চৌকিদারের টেক এলাকায় আল্লাহর দান বেকারিতে চাঁদার জন্য হুমকি দিয়ে আসছিল। শনিবার রাত পৌনে ৮টার দিকে পিচ্চি আকাশকে না জানিয়ে আবুল কালাম ও শাহরিয়ারসহ কয়েকজন ওই বেকারিতে চাঁদা আনতে যায়। খবর পেয়ে পিচ্চি আকাশ তার দলবল নিয়ে বেকারির সামনে উপস্থিত হয়ে শাহরিয়ার ও আবুল কালামের ওপর হামলা চালিয়ে মারধর করে। পরে বেকারির মালিক হারুন অর রশিদ ও তার কর্মীরা গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবুল কালাম। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, একটি বেকারিতে দুই পক্ষ চাঁদা আনতে গেলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।