Advertisement
পঞ্চগড় প্রতিনিধি:
আমরা জানি সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমনে বর্তমান সরকার বদ্ধপরিকর ভূমি দস্যুদের হাত থেকে চাই বিদ্যালয়ের জমি উদ্ধার। পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার ৭ নং দেবনগর ইউনিয়নের বোদা ময়নাগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি জবর দখলের অভিযোগ। অভিযোগ সূত্রে জানাযায় গরিপাড়া,ময়নাগুড়ি গ্ৰামের স্থানীয় মৃত জংলু মোহাম্মদ এর পুত্র সিন্টু আলম (৪০), উপরোক্ত বিবাদী উশৃংখল দাঙ্গা-বাজ আইন অমান্যকারী।
জানাযায় ময়নাগুড়ি মৌজা জেএল নং ৩৩ এর মধ্যে সাবেক ২১৩২ ও ২১৩৫ নং খতিয়ানভুক্ত, সাবেক দাগ নং - ১১৮২ ও১১৮৫, এস এ ১২৩৯ ও ১২৪০ নং দাগে ৯৩ শতক জমির মধ্যে ৪৪ শতক জমি উপরোক্ত বিবাদী গায়ের জোরে ও প্রভাব খাটিয়ে তারা দখলে নেওয়ার প্রচেষ্টায় লিপ্ত এবং ফলশ্রুতিতে অদ্য- ১৪/১১/২০২৪ ইং তারিখ, রোজ- রবিবার,সময় সকাল ৯.০০ টার সময় বিবাদী মোঃ সেন্টু আলম, লোকজন নিয়ে নিম্নতফসীল বর্ণিত জমিতে জোরপুর্বক ঘর উত্তোলন করে, এবং জমিতে গাছ পালা রোপন করে।
এবিষয়ে বিবাদীকে কিছু বলতে গেলে, বিবাদী বিভিন্ন প্রকার হুমকি ধামকি দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ নাজমা খানম (৫৫), বিবাদীর বিরুদ্ধে ঝগড়া বিবাদে না গীয়ে বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষার স্বার্থে সুষ্ঠ আইনগত ব্যবস্থা গ্ৰহনের জন্য তেঁতুলিয়া উপজেলার নির্বাহী অফিসার ও তেঁতুলিয়া মডেল থানা এর অফিসার ইনচার্জ বরাবরে লিখিত অভিযোগ প্রদান করেন।
যাতে করে এসব ভূমি দস্যুদের হাত থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি উদ্ধার হয়।