lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-27T14:11:58Z
ধর্ম

মহেশখালীতে আল্লামা মুহাম্মদ ফোরকান শাহ (রহ.) ইসলামী কমপ্লেক্সের ২৫ তম বার্ষিক সভা সম্পন্ন

Advertisement


 


নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:

কক্সবাজার জেলা মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নস্থ খোন্দকারপাড়ায় আল্লামা মুহাম্মদ ফোরকান শাহ (রহ.) ইসলামী কমপ্লেক্সের ২দিন ব্যাপী ২৫তম বার্ষিক সালানা জলসায় মাহফিল সম্পন্ন হয়েছে। গত ২৪ ও ২৫ জানুয়ারি বাদে ফজর খতমে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়েই মধ্যরাত পর্যন্ত আল-ফোরকান গাউসুল আজম জামে মসজিদ এবং নূরাণীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে ঐতিহ্যবাহী এ মাহফিলের ২য় দিনের অধিবেশনে আল্লামা মুহাম্মদ ফোরকান শাহ্ (রহঃ) ইসলামী কমপ্লেক্স এর আহ্বায়ক ও কুতুবজোম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোহাম্মদ শফিউল আলম এর সভাপতিত্বে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ড. আ.ত.ম লিয়াকত আলী আলক্বাদেরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন.. চট্টগ্রাম জামিরজুরী রজবীয়া আজিজিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসাইন আলক্বাদেরী এবং চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ তারেকুল ইসলাম আল-কাদেরী। 


সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন... আঞ্জুমান এ রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কেন্দ্রীয় পরিষদের প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ গোলাম মহিউদ্দিন ও মুখপাত্র এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.. বাংলাদেশ গাউছিয়া কমিটির  সভাপতি ও সাবেক চেয়ারম্যান শামশুল আলম, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা দিদার আলম, মাদ্রাসা পরিচালনা কমিটির শাহেদ মোহাম্মদ ছবর, আলহাজ্ব হেফাজত উল্লাহ, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, প্রবাসি নুরুল আমিন বাঁশি, শিক্ষক সাইফুল ইসলাম, ব্যবসায়ী আব্দুস সোবেহান প্রমূখ। সার্বিক তত্বাবধানে ছিলেন আল্লামা মুহাম্মদ ফোরকান শাহ্ (রহঃ) ইসলামী কমপ্লেক্স এর সদস্য সচিব ও কুতুবজোম ইউনিয়ন পরিষদ মেম্বার সালামত সিকদার। উল্লেখ্য- এছাড়াও ১ম দিনের অধিবেশনে আল-ফোরকান গাউসুল আজম জামে মসজিদের সাবেক সভাপতি আলহাজ্ব শফিউল আলম খাঁনের সভাপতিত্বে স্থানীয় উলামায়ে কেরামগনসহ বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এতে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন। সমাপনীদিনে মধ্যরাতে আলোচক আল্লামা মুহাম্মদ তারেকুল ইসলাম আল-কাদেরী আখেরী মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করার। সর্বশেষে সকলের প্রতি শোকরিয়া ও কৃতজ্ঞতা জানিয়েছেন মাহফিল এন্তেজামেয়া কমিটির পক্ষে আহ্বায়ক শফিউল আলম বক্তব্যের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়। এতে, জাতির শ্রেষ্ঠ সন্তান, ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, সংবাদিক, প্রশাসন ও বিভিন্ন মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।