Advertisement
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :-
ফেনীর সোনাগাজীতে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ও ফেনী জেলা সমবায় কার্যালয়ের সার্বিক সহযোগিতায় সমবায়ীদের নিয়ে ১দিনের প্রশিক্ষণ কোর্স ১৩ই জানুয়ারি (সোমবার) সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার মতিগঞ্জ আর.এম.হাট কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌসী বেগম'র সভাপতিত্বে ও সমবায় পরিদর্শক আ.ন.ম তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন- সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।
উক্ত প্রশিক্ষন কোর্স পরিচালনা করেন- জেলা সমবায় কার্যালয় ফেনীর প্রশিক্ষক এরফানুল হক ও সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা সমবায় কার্যালয় ফেনীর প্রশিক্ষক মুজিবুল হক ও আর.এম.হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্না রায়।
কোর্সের উদ্বোধনকালে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন- সমবায়কে বাংলাদেশের অর্থনীতির দ্বিতীয় খাত হিসেবে বিবেচনা করা হয়, আইন ও বিধি মেনে সমবায় সমিতি পরিচালনার মাধ্যমে নিজের উন্নতির পাশাপাশি সমিতির সদস্যদের ও পুরো সম্প্রদায়ের আর্থিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব।
এসময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চট্টগ্রাম বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোঃ দুলাল মিয়া বলেন- সমবায় সমিতির মাধ্যমে পুঁজি গঠনের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখা যায়, তবে কিভাবে সমিতিকে উৎপাদন মুখী করা যায় সেই বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত।
সমবায় সমিতি পরিচালনায় আইন বিধি ও উপ-আইন, রবি মৌসুমে পতিত জমিতে বা বাড়ীর আঙ্গিনায় শাকসবজি চাষ, ছাদবাগান, আম লিচু ও নারিকেল গাছের পরিচর্যা, সার প্রয়োগ, পোকামাকড় ও রোগবালাই দমন ইত্যাদি বিষয়ে আয়োজিত উক্ত প্রশিক্ষণ কোর্সে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ২৫জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।