lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-10T03:46:29Z
আইন ও আদালত

অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

Advertisement


 

আলী রেজা রাজু: ঢাকার আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে অঙ্গান পার্টির ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


ডিবি জানান,বৃহস্পতিবার(৯ইজানুয়ারী) বিকাল ৪ টা সময় তাদেরকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছে অঙ্গান করার মলম উদ্ধার করা হয়। 


তারা দীর্ঘদিন যাবৎ ঢাকার সাভার আশুলিয়া এলাকায় যাত্রীদের হালুয়া খাইয়ে চোখে বাম লাগিয়ে অঙ্গান করে মোবাইল, স্বর্ণালঙ্কার সহ মূল্যাবান সম্পদ লুট করার মত ঘটনা ঘটিয়েছে জিজ্ঞেসাবাদে আসামিরা এসব বিষয় সীকারক্তি প্রদান করে।

গ্রেফতারকৃতরা হলেন,মানিকগঞ্জের ঘিওর থানার তেরশ্রী পয়লা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুর রাজ্জাক(৪২) একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মাসুম ওরফে ফারুক চৌধুরী(৪৪) মাসুম এর আপন ভাই মো:শাহাদাত(৪৯)।অপর দুজন হল,হবিগঞ্জের চুনারুঘাটের দুধপাতিল গ্রামের আহাদ আলীর ছেলে কাউছার মিয়া(৩৫),গাজিপুরের সদরের টেক্কাথোর গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে দেলোয়ার হোসেন(৪০)।


এ বিষয় নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:জালাল উদ্দীন। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।