Advertisement
পাবনা জেলা সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র ক্ষমতায় আসলে সার ও কীটনাশকের দাম কমিয়ে সাধারণ কৃষকদের ক্রয় ক্ষমতার মধ্যে আনা হবে। সার ও কীটনাশক কৃষকের ক্রয় ক্ষমতার মধ্যে আসলে শীতকালীন সবজির উৎপাদন খরচ কমবে। এতে লাভবান হবে প্রান্তিক পর্যায়ের কৃষক। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশে এ মন্তব্য করেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
ছলিমপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক সেলিম হোসেন মন্ডল'র সভাপতিত্বে ও ছলিমপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব ওমর শরিফ হানিফ মহলদারের সঞ্চালনায় কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ মাসুম বগা,বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট ফারহানা আক্তার লুবনা, জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার সভাপতি আবুল হাসেম,জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ, ছলিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক হাসান আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য সচিব রকি খান, ঈশ্বরদী উপজেলা কৃষক দলের আহবায়ক পাঞ্জুর রহমান,ঈশ্বরদী উপজেলা কৃষক দলের সদস্য সচিব মঈনুল ইসলাম সরদার,ঈশ্বরদী উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাসা প্রামাণিক,পাবনা ছাত্রদলের সহ সভাপতি শিমুল প্রমুখ।