lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-08T11:44:20Z
আইন ও অপরাধ

হিরোইন,ইয়াবা,গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি

Advertisement


 

আলী রেজা রাজু,ঢাকা উত্তর:ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)'র পৃথক অভিযানে হিরোইন,ইয়াবা,গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।

মোকলেছ(৪০)কে ২০০ পুরিয়া হেরোইন ও সবুজ হোসেন (৩০)কে ১০০ পিস ইয়াবাসহ সাভাবের তেঁতুলঝোড়া এলাকা থেকে গোয়েন্দা পুলিশ ডিবি গ্রেফতার করে। আসাদুল ইসলাম (৩২)কে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আনারকলি এলাকা থেকে  আলমগীর হোসেন (৪০)নামে অপর মাদক কারবারি আটক করে ডিবি।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন,সাভারের তেঁতুলঝোড়া এলাকার হামিদের ছেলে মোকলেছ(৩০) একই এলাকার আজিজের ছেলে সবুজ(৩০) কুড়িগ্রামের চিলমারী থানার পুটিমারী গ্রামের মৃত ফয়জার আহাম্মদের ছেলে আসাদুল (৩২)ও রংপুর জেলা সদরের মুহিধীরা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আলমগীর হোসেন।

বুধবার (৮ই জানুয়ারী)ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: জালাল উদ্দীন প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয় নিশ্চিত করেন। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় পৃথক মামলা রুজু হয়েছে।