lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-19T14:10:00Z
জন্মবার্ষিকী

পলাশবাড়ীতে শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

Advertisement


 


আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::

গাইবান্ধার পলাশবাড়ী পৌর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


১৯ জানুয়ারি রবিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা  কমপ্লেক্স ভবনে পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন,জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাসার লিটন,পৌর বিএনপির সহ সভাপতি আজাদুল ইসলাম আকন্দ,৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল শেখ,৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলী,৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি,আঃ ছালাম,৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম,পৌর কৃষকদলের সদস্য সচিব নুর আলম,পৌর শ্রমিকদলের সদস` সচিব শাহীন মিয়া,পৌর যুবদলের সদস্য সচিব,হেমাইদুল ইসলাম মেহেদী,২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ রাজ্জাক,পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সোহাগ প্রধান লিটনসহ অন্যান্যরা। 


এ সময় উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রেখা আবেদীন,রোকেয়া খুকি,সাবেক সাংগঠনিক সম্পাদক জোহরা বেগম,মহিলা দল নেত্রী শিল্পি বেগম,হেলেনা খাতুনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।


বক্তারা বলেন, ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান।১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জন্য যে অবদান রেখেছেন সে বিষয়ে বক্তব্য রাখেন বক্তরা। শেষে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোস্তাফিজুর রহমান রাজা।