lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-16T16:10:37Z
কৃষি

মাদারগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে উফশী ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন

Advertisement


 

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে বোরো (উফশী) ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনী স্থাপনের লক্ষ্যে ব্রি ধান-৮৯ জাতের চারা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে  উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার গুনারীতলা ইউনিয়নের কাতলামারী এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। যন্ত্রের মাধ্যমে রোপন কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জামালপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন প্রমুখ। এসময় উপজেলার কৃষি কর্মকর্তার কার্যালয়ের উপ  সহকারী কর্মকর্তা ও কৃষক কৃষানী উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে,রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধান চাষে কৃষকের পাশাপাশি সরকারও লাভবান হবে।খরচ কম সে কারণে এ প্রযুক্তি ব্যবহারে কৃষিশ্রমিকের সংকট নিরসন এবং ব্যয়ভার নিয়ন্ত্রণ করাও সম্ভব। তুলনামূলক ফলনও বেশি এ পদ্ধতির চাষাবাদে। ১০ থেকে ১৫ দিন আগেই কাটার উপযোগী হয়ে থাকে এ ধান।