Advertisement
আব্দুল কাইয়ুম তমাল:
তারুণ্যের মেলা ২০২৫ এর সামগ্রিক কর্মসূচীর অংশ হিসেবে মেলার দ্বিতীয় দিনে আটঘরিয়া উপজেলা অডিটোরিয়ামে (২১শে জানুয়ারী) মঙ্গলবার অনুষ্ঠিত হয় তোমার ভবিষ্যৎ গড়ো : বিক্রয়যোগ্য ডিজিটাল দক্ষতা, ফ্রিল্যান্সিং ও মাইন্ডসেট ' বিষয়ক সেশন।
ডিজিটাল দক্ষতাগুলো কিভাবে শেখা যায়, পোর্টফোলিও বিষয়ে ও কিভাবে প্রথম ক্লাইন্ট পাওয়া যেতে পারেসহ একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য যে মনোভাব রাখা দরকার সেসব বিষয়ে আলোচনা করা হয় ।
আটঘরিয়া উপজেলার দশের অধিক স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেমিনারটির শেষে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
ডিজিব্রো আফটার স্কুল একাডেমি একটি কুইজের আয়োজন করে।
কুইজে অংশগ্রহণকারী প্রত্যেকে 'ডিজিব্রো আফটার স্কুল একাডেমী' এর পক্ষ থেকে ফ্রি একটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোর্স পেতে পারে বলে জানিয়েছেন একাডেমির ফাউন্ডার ও লিড ইন্সট্রাক্টর সৌরভ চৌধুরী।
সেশনটি পরিচালনা করেন ডিজিব্রো আফটার স্কুল একাডেমির সৌরভ চৌধুরী।