lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-14T16:11:17Z
ব্রেকিং নিউজ

ডোমারে স্কাউটসের' ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি নাজমুল আলম, সম্পাদক হারুন নির্বাচিত

Advertisement


 



মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল ২০২৫ইং এর সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শরীরচর্চা শিক্ষক হারুন অর রশিদ হারুন নির্বাচিত হয়েছেন।


সোমবার ১৩ জানুয়ারী উপজেলা পরিষদ হলরুমে কাউন্সিলিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিলে স্কাউটসের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন করে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।


কাউন্সিলে উপস্থিত সদস্যদের সম্মতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ' কে সভাপতি, ছোটরাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরীকে কমিশনার এবং হারুন অর রশিদ হারুনকে সম্পাদক নির্বাচিত করেন।



নব-গঠিত কমিটির অন্যান্ন সদস্যরা হলেন, সহ-সভাপতি ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন হোসাইনী সুফী, সহ-সভাপতি মির্জাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের, সহ-সভাপতি ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, সহ-সভাপতি পশ্চিম বোড়াগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সহ-সভাপতি বোড়াগাড়ী ঘাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক বাবু।


যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হন হলহলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী মানিক। কোষাধ্যক্ষ বোড়াগাড়ী দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলহাজ আশফাক সারোয়ার সিদ্দিকী সাধন।


স্কাউটসের গ্রুপ সভাপতি নির্বাচিত হয়েছেন বাগডোকরা নিমোজখানা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল হোসেন চৌধুরী, গোমনাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাবুল হোসেন শাহ, শামসুল হক প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নারগিস আখতার এবং বড়রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহামায়া দেববর্মা।



উপজেলা স্কাউটসের সভাপতি ও নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ"র সভাপতিত্বে এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি হাফেজ আব্দুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্কাউটসে নেতৃবৃন্দরা।



ত্রিবার্ষিক কাউন্সিলিং এর আলোচনা সভায় বক্তারা স্কাউটসের কার্যক্রম আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সমাজ উন্নয়ন ও শিশু-কিশোরদের মানসিক গঠনে স্কাউটসের ভূমিকা জোরদার করার আহ্বান জানান।