Advertisement
নিজস্ব প্রতিবেদক:
পাবনা'য় ব্যাবসায়ীদের সংগঠন আইডাব্লিউবিএফ এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।২৪শে জানুয়ারি (শুক্রবার) সকালে পাবনা শহরস্থ ইমাম গাজ্জালী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের পাবনা জেলা সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইডাব্লিউবিএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আনোয়ারুল ইসলাম রাজু,বগুড়া অঞ্চলের প্রধান মুহাম্মদ সেলিম রেজা।
সম্মেলনের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের ক্রেষ্ট প্রদান ও সংগঠনের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করে পাবনা জেলা কমিটি। পরে আব্দুর রহমান কে সভাপতি ও নুর আলম উজ্জল কে সাধারন সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট পাবনা জেলা কমিটি ঘোষণা করেন আইডাব্লিউবিএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম। এমন পাবনা পৌর কমিটি ও ৯ টি উপজেলা কমিটি ঘোষণা করা হয়।