Advertisement
সুজানগর (পাবনা) প্রতিনিধি: বাংলাদেশ প্রেসক্লাব, সুজানগর উপজেলা শাখার আয়োজনে, নির্বাহী কমিটির সাংগঠনিক কাঠামো বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পাবনার সুজানগরে বাংলাদেশ প্রেসক্লাব, সুজানগর উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে, নির্বাহী কমিটির সাংগঠনিক কাঠামো বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেসক্লাব, সুজানগর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মন্জুর রহমানের সঞ্চালনায় সাংগঠনিক কাঠামো বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন, কমিটির সহ-সভাপতি জামিলুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক সালাহ্ উদ্দিন সুইট, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মহব্বত আলী রনি, অর্থ সম্পাদক আনিসুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল করিম রুবেল, নির্বাহী সদস্য এম মনিরুজ্জামান, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম তুষার প্রমুখ। সাংগঠনিক কাঠামো বিষয়ক আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রেসক্লাব সুজানগর উপজেলা শাখার অফিস রুম ভাড়া নেওয়া, মাসিক চাঁদা নির্ধারণ, আসবাবপত্র ক্রয়, সাইনবোর্ডের ডিজাইন, সদস্য সংগ্রহ, সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা সহ একাধিক সিন্ধান্তের প্রস্তাব রাখেন। সেই সাথে বিভিন্ন দপ্তরের দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতার কারণে যেসকল সমস্যা সে গুলোর সংবাদ প্রকাশ, ভোক্তার অধিকার সংরক্ষণ, যানজট নিরসনে সংলাপ এছাড়াও সুজানগর উপজেলার সম্ভাবনা ময় ফসলের উৎপাদন বিষয়ক সংবাদ প্রকাশের মাধ্যমে দেশবাসীকে জানানো এবং বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক কাঠামো বিষয়ক অন্যান্য কার্যক্রম পরিচালনা করে কমিটির গতিশীল করতে কমিটির সদস্যদের সজাগ থাকার আহবান জানানো হয়।