lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-30T10:33:48Z
আইন ও আদালত

শেরপুরে ৪শত বস্তা নকল সার জব্দ

Advertisement


 


মোঃ আরিফুল ইসলাম,  শেরপুর জেলা প্রতিনিধি :

 শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪শত বস্তা নকল সার জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (৩০জানুয়ারি) দুপুরে শেরপুর সদর উপজেলার সাপমারী এলাকা থেকে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় কৃষি অফিসের যৌথ অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা ৪শত বস্তা জীপসাম সদৃশ্য সার জব্দ করা হয়। জব্দকৃত সারের বর্তমান বাজকর মূল্য প্রায় ৫ লাখ টাকা। 

 

জানা গেছে, গোপনে সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় ট্রাকভর্তী ৪শত বস্তা সার গোডাউনে নামানো হয়। এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালীন  গাড়ির হেলপার কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সারের মালিক রুবেল মিয়া পালিয়ে যায়। 


শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, সেভেন কেআর কোম্পানিটি'র সার আমদানি ও প্যাকেটজাত করার অনুমোদন থাকলেও জব্দকৃত সারগুলো বস্তায় কোন ট্রেডমার্ক বা নাম না থাকায় এগুলো আসল না নকল ল্যাবটেস্ট করা ছাড়া সনাক্তের  কোন উপায় নেই। তাছাড়া যে পরিবেশে প্যাকেটজাত করা হচ্ছে তা মান সম্পর্ণ নয়। আমদানিকৃত সারগুলো পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আনা হয়েছে এমন কোন প্রমান বা কাগজপত্র দেখাতে পারেনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা গেছে।